

"একটা কিংবদন্তী আছে যে আপনি এক আসনে, অনাহারে, অনিদ্রায় ১৬ বৎসর কাটাইয়াছেন, ইহা কি সত্য?" তাহার উত্তরে তিনি বলিয়াছিলেন ----"আমি তা' জানি না, আমি তো দেখলাম এক রাত্রি। লোকে যা' মনে উঠে তা-ই কয়।" আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিয়াছিলাম এত দীর্ঘদিন না খাইয়া, মলমূত্র ত্যাগ না করিয়া থাকা যায়? তিনি বলিয়াছিলেন---" না খাইয়া থাকা যায় কিন্তু আহার না করিয়া পারা যায় না।" আমি কিছুই বুঝি নাই, তাই শ্রীশ্রী ঠাকুর কৃপা করিয়া বুঝাইলেন---" আহার করা অর্থ আহরণ করা। এইটা পঞ্চভৌতিক দেহ, যখন যে ভূতের অভাব হয় তাহাই প্রকৃতি হইতে আহরণ করিতে হয়। আহরণ করিবার প্রণালী আছে, তাহা শিক্ষা করিতে হয়, হটযোগেও তাহা আছে, প্রকৃষ্ট উপায় হইল গুরুদেবের উপর সম্পূর্ণ নির্ভর করা, তিনি কৃপা করিয়া সবই ব্যবস্থা করেন, নিজের কিছু করতে হয় না, মলমূত্র বিষয়েও তাই। "
জয় রাম 



(ঠাকুরের সহিত লেখকের কথোপকথন)
"শ্রীশ্রী রামঠাকুর" --শ্রী অখিল চন্দ্র রায়
(শ্রীশ্রী রাম ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী স্মারকগ্রন্হ)
No comments: