..............

শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত বাণী

শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত বাণী

শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত বাণী


১)ভগবানের বা ইস্ট এর নাম জপ স্মরণ   মনন  কীর্তন ও ভক্তি হলো পুষ্পাঞ্জলী।

২)আমি তো পটের মধ্যেই আছি যার যা দরকার ঐ পটের সন্মুখে নিবেদন করিলেই আমি পাই..

৩)মায়া মুগ্ধ মানুষ তাহার মূল প্রয়োজনটি জানিতে পারে না বলিয়া তাহার অভাব যায় না।

 ৪)নাম যখন পাইয়াছেন তখন যে অবস্থায় হোক না এই দেহত্যাগের পর নিত্যধাম এ স্থিতি নিশ্চয়ই।

৫)দেবতা প্রতিষ্ঠা করিলে তাহার নিত্য সবাই কর্ম

৬)যে দিন মাতৃজঠর হইতে ভূমিষ্ঠ হইয়া আছি সেটাই হইল মৃত্যু দিবস।

৭)মনের চঞ্চলতা দিকে লক্ষ্য না রাখিয়া কেবল সেবায় আশ্রয় থাকবেন। মনের কর্ম ই হইতাছে চঞ্চল। সর্বদা ব্রহ্মের পরিকর জানিবেন।

৮)একেবারে কিছুই না বুঝিতে পারাই সবচেয়ে ভালো বুঝা। অজ্ঞান প্রকৃত জ্ঞান।

৯)ভাগ্যের যাহা ঘটিবে তাহাই সন্তোষ থাকিয়া কর্তব্যকর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখাই স্বধর্ম। পরধর্ম সংসার বন্ধন করিয়া থাকে। স্ব  ধর্মে সংসার মোচন হইয়া যায়।

১০)এই সংসার টি আপনার জ্ঞান না করিয়া ভগবানের বলিয়া অভিমান করিতে চেষ্টা করায়ই  স্ব ধর্ম

    জ্যোতিষের আলোকে সৎ গুরু শ্রী শ্রী রাম ঠাকুর বই হইতে  না হয়েছে।
শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত বাণী শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃত বাণী Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 13:56 Rating: 5

No comments:

Powered by Blogger.