সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্য্যবান ধারণ করিতে হয়...বেদবাণী -- 1/234)

সংসার উদ্ধারই ভগবানের সেবা :




"সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্য্যবান ধারণ করিতে হয়। এই ক্ষেত্রে কেবল অহংকারাদি বিবর্তন রসে বর্দ্ধন হইয়া পড়ে। নানান উপদ্রব সহ্য করিতে চেষ্টা করাই ধর্ম। জপ তপস্যাদি কিছুই করিতে হয় না। স্ত্রী পুত্রাদি ভরণ পোষণে যত্নশীল হইয়া অনাশক্ত ভাবে নির্মল জ্ঞান লাভ করিতে পারে। স্ত্রী পুত্রাদির মধ্যেও ভগবান সম্যকরূপে বিরাজমান ..। কোন কিছুরই প্রতি দৃকপাত না করিয়া নিরপেক্ষ ভাবে স্ত্রী পুত্রাদির ভরণ পোষণে তৃপ্তিদানে তৃপ্তিলাভে ভগবানকে প্রাপ্ত হয়। "


- শ্রী রামঠাকুর
(বেদবাণী -- 1/234)
সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্য্যবান ধারণ করিতে হয়...বেদবাণী -- 1/234) সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্য্যবান ধারণ করিতে হয়...বেদবাণী -- 1/234) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 20:08 Rating: 5

No comments:

Powered by Blogger.