..............

বুঝিতে পারি নাই কেন ঠাকুর কাশী যাইবার জন্য এ্ত ব্যস্ত হইয়াছেন।

বুঝিতে পারি নাই কেন ঠাকুর কাশী যাইবার জন্য এ্ত ব্যস্ত হইয়াছেন। 

শ্রী শ্রী রামঠাকুর। 

শ্রী শ্রী রামঠাকুর   ঠাকুর একদিন বেলা ১১টার সময় বাসায় ফিরিয়া বলিলেন, “আমাকে ১টার ট্রেনে কাশী যাইতে হইবে। একটুও বিলম্ব না করিয়া ষ্টেশনাভিমুখে যাত্রা করিলেন। বুঝিতে পারি নাই কেন ঠাকুর কাশী যাইবার জন্য এ্ত ব্যস্ত হইয়াছেন। 


একদিন ছাত্রদের পড়াইয়া বাসায় ফিরিবার জন্য ঋষিকেশবাবুর বাড়ীর ফটকে দাঁড়ায়াইয়াছি, সামনেই বড় রাস্তা। দেখিলাম বাড়ীর বামপাশে যে গলিটি বাহির হইয়াছে সেই গলি দিয়া একজন সাধু বাহির হইলেন। ১৫/১৬ জন লোক তাঁহাকে অনুসরণ করিতেছে। 
এই রুপ দিব্যকান্তি সন্যাসী আমি ইহজীবনে দেখি নাই। সৈম্য দর্শণ,সুস্থ ও সবল। সাধুজীর পরিচয় জানিবার জন্য উৎসুক হইয়া রহিলাম;ভাবিলাম ঠাকুর আসিলে তাঁহার বিষয়ে সব জানিতে পারিব। ৭/৮ দিন পরে ঠাকুর কাশী হইতে ফিরিয়া আসিলেন। 
সন্ধ্যার পরে ঠাকুরের নিকট বসিয়া জিজ্ঞাসা করিলাম, “অত ব্যস্ত হইয়া কাশী যাওয়ার কারণ কি”? ঠাকুর বলিলেন, “গুরুর আদেশে কাশী গিয়া কলিকাতার দুই যুবককে দীক্ষা দিয়া আসিলাম। তাঁহারা গুরুর সহিত চলিয়া গিয়াছে”। 
জিজ্ঞাসা করিলাম, “গুরু আর কি বলিলেন”? গুরু বলিলেন, “তোর রোহিনীরে দেইখা আইলাম”। আমি বলিলাম, “ঠাট্টা করেন কেন”? ঠাকুর বলিলেন, “কেন আপনি কি গুরুকে দেখেন নাই”? ৭/৮ দিন পুর্বের ঘটনাটি আমার মনে পড়িল। সমস্ত বিবরণ ঠাকুরকে বলিলাম। তিনি শুনিয়া বলিলেন, 

“তবে যে বল্লেন গুরুকে দেখেন নাই? কেমন দেখলেন”? ইহার পর আর এই বিষয়ে কোন কথা ঠাকুর বলেন নাই।
“শ্রীগুরু রামঠাকুর”
শ্রীরোহিনী কুমার মজুমদার
জয়রাম। 
......
বুঝিতে পারি নাই কেন ঠাকুর কাশী যাইবার জন্য এ্ত ব্যস্ত হইয়াছেন। বুঝিতে পারি নাই কেন ঠাকুর কাশী যাইবার জন্য এ্ত ব্যস্ত হইয়াছেন। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 08:53 Rating: 5

No comments:

Powered by Blogger.