..............

রাম ঠাকুরে কথা

রাম ঠাকুরে কথা
জয়রাম



           

রামঠাকুরের যখন  চল্লিশ বেয়াল্লিশ  বছর বয়েস, তখন কেউ কেউ তাঁকে দেখেছেন কলকাতায়  !কালিঘাটে কালীমায়ের মন্দিরের কাছে পরনে তাঁর সাধারণ ধুতি , গায়ে সাদা চাদর !  তিনি গোপনে  থাকতেন !  তবু ও পান্ডারা  তাঁকে মহা পুরুষ জ্ঞানে  খুব শ্রদ্ধা করতেন !
কালিঘাটের পর তাঁকে কিছু দিনের জন্য দেখাগিয়ে  ছিল উত্তরপাড়ায় !
এক কুষ্ঠ  রোগী  থাকতেন  উত্তরপাড়ায়  !  কেউ তাঁকে দেখার  নেই !
সেই রোগীকে তিনি  লতা পাতার  গুনে আর     স্নেহ ভাল বাসায়  সারিয়ে তোলেন  !
উত্তরপাড়ার গঙ্গার পাড়ে ছিল  বস্তি  !
সাফাই কর্মীরা থাকতেন !
একদিন সেই বস্তিতে ভীষণ  আগুন লাগে !
আগুন নেভাতে  রামঠাকুর একাই এগিয়ে এলেন  !
গঙ্গা থেকে কলসী কলসী জল ঢালতে লাগলেন আগুনে !
তাঁকে দেখে কেউ কেউ এগিয়ে এলেন , সবার চেষ্টায়  , আগুন ধীরে ধীরে নিভে  গেল !
রামঠাকুর আবার হারিয়ে গেলেন ! তিন চার বছর তাঁর খোঁজ নেই !
শোনা যায় , এই সময় তিনি   হেঁটে ভারত বর্ষের তীর্থে  তীর্থে ঘুরে ছেন. !
এইসময়  ডিঙ্গা মানিক গাঁয়ের এক সাধু তাঁকে দেখে ছে !
জয়রাম
ফেইসবুক থেকে সংগ্রীহিত। 

রাম ঠাকুরে কথা রাম ঠাকুরে কথা Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 10:04 Rating: 5

No comments:

Powered by Blogger.