..............

ঠাকুরমহাশয় অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর।পরে গৃহের ঘরে ঘরে ঐ মিষ্টান্ন পরিবেশিত হল।

ঠাকুরমহাশয় অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর।পরে গৃহের ঘরে ঘরে ঐ মিষ্টান্ন পরিবেশিত হল।

সেদিন দুপুরবেলা ঠাকুরমহাশয় মাদুরের উপর বসেছিলেন।চটের ওপাশে বধূটি ছিলে শায়িত।ক্ষণকাল পরে তিনি তর তর করে সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলেন।ঐ বাড়িরই একতলায় এক ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুরমহাশয় এক বৃদ্ধা রমণীকে বললেন,তিনি যদি দয়া করে উপরে গিয়ে মাকে দেখেন।ঐ বৃদ্ধা আরও দু'তিনজন রমণীকে এপাশের ওপাশের ঘর থেকে ডেকে নিয়ে তিনতলায় চলে গেলেন।কিছুক্ষণ পরে ঐ বৃদ্ধা নীচে এসে  ঠাকুরমহাশয়কে বললেন, "হাঁঃ, আপনি ভাববেন না,একাজ আমি অনেক করেছি--মায়ের জন্য ভাববেন না।" রমণীরা উপরে রইলেন।ঠাকুরমহাশয় বাড়ির পিছনে যে একফালি ফাঁকা জমি ছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন।ঘন্টা দু'এক বাদে সহসা সিঁড়িতে রমণীদের কলকণ্ঠ ভেসে এল।কোনও ঘর থেকে শুভ শঙখের নাদও শোনা গেল।সঙ্গে সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল ভগ্নপ্রায় বাড়িটি।রমণীরা কয়েকজন ত্রস্তগতিতে ঠাকুরমহাশয়কে গিয়ে হাসিভরা মুখে জানালেন বধূটির পুত্র সন্তান প্রসবের সুসংবাদ।আরও জানালেন তারা ধরদোর নিকিয়ে পুঁছিয়ে পরিষ্কার করে রেখে এসেছেন।এবার তিনি উপরে যেতে পারবেন।
সেদিনকার সন্ধ্যাটি এবাড়ির দারিদ্র‍্য-নিষ্পেষিত নরনারীর পক্ষে বড়ই মধুময় হয়ে উঠেছিল।সকলেই আনন্দ করছে।নির্জিব বাড়িখানা আজ যেন শুধু সজীব নয়,সচলও হয়ে উঠল নবজাতকের আগমনে।কিছুক্ষণ বাদে গৃহস্বামীও ফিরে এলেন।আবার চলে গেলেন।এবার ফিরে আসলেন এক হাঁড়ি মিষ্টি নিয়ে।ঠাকুরমহাশয় অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর।পরে গৃহের ঘরে ঘরে ঐ মিষ্টান্ন পরিবেশিত হল।
কয়েকদিন পরে-সেদিন ছিল রোববার।গৃহস্বামী দোকান থেকে এসেছেন।ঠাকুরমহাশয় চাদরখানায় নিজের অঙ্গ আবৃত করে দম্পতির সামনে এসে দাঁড়ালেন।বললেন, "আমি এবার আসি গিয়া।" নবজাতককে ঠাকুরের দুই চরণ স্পর্শ করালেন তার মাতা।পরে উভয়েই ঠাকুরমহাশয়কে প্রণাম করলেন।উদয় হলো নবচন্দ্রের--বিদায় নিলেন শ্রীরামচন্দ্র।
জয় রাম জয় গোবিন্দ
ঠাকুরমহাশয় অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর।পরে গৃহের ঘরে ঘরে ঐ মিষ্টান্ন পরিবেশিত হল। ঠাকুরমহাশয় অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর।পরে গৃহের ঘরে ঘরে ঐ মিষ্টান্ন পরিবেশিত হল। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 15:01 Rating: 5

No comments:

Powered by Blogger.