ঐ নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের সন্ধান জানিতে পারিবে।

ঐ নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের সন্ধান  জানিতে পারিবে।

শ্রী শ্রী রামঠাকুর। 


সর্বদা প্রাণ যাহা শরীর এর মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য রাখিয়া নাম করিবে। নাক দিয়া যে শ্বাস প্রশ্বাস যায় তাহার প্রতি লক্ষ্য করিবে না। ধীর হইয়া বসিয়া যত টুকু সময় পরা যায় বাজে কথা না বলিয়া ঐ নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের সন্ধান  জানিতে পারিবে। 

 উপদেশ অমৃত। 
শ্রী শ্রী রাম ঠাকুর। 
ঐ নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের সন্ধান জানিতে পারিবে। ঐ নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণের সন্ধান  জানিতে পারিবে। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.