
ঠাকুর বললেন ,'সব সময় নাম জপ করবেন ,এতেই সব হবে '.
তিনি জিজ্ঞাসা করলেন , নাম জপ করলে কি হয় ?.
ঠাকুর জবাব দিলেন ,'এই নাম এর দ্বারা যা ইচ্ছা তা করা যায়।
ভক্ত প্রবর রোহিনী মজুমদার ঠাকুরের সেবারত। ঠাকুর বললেন ,'সব সময় নাম জপ করবেন ,এতেই সব হবে '.
তিনি জিজ্ঞাসা করলেন , নাম জপ করলে কি হয় ?.
ঠাকুর জবাব দিলেন ,'এই নাম এর দ্বারা যা ইচ্ছা তা করা যায়।
'কলকাতার রাস্তায় চোখ বন্ধ করে চলা যায়। '
'ঠাকুর একটু জোরে ই বললেন ,হাঁ ,চলা যায় এক বার পরীক্ষা করে দেখুন না। '
'আজই পরীক্ষা করবো। '
'বেশ তো করেই দেখুন না। '
রোহিনী বাবু বাসায় ফিরে এসে ভাবতে লাগলেন নামের মহাত্ম্য।
আমি আজ ই পরীক্ষা করব. তিনি প্রতিদিন সন্ধ্যায় অক্রুর দত্ত লেনের পাশে এক গলিতে টিউশুনি করতেন। ডিকশন লেন ,সার্পেন্টাইন লেন ,নেবুতলা জেলেপাড়া তারপর অক্রুর দত্ত লেনে।তারপর পাশের গলিতে ছাত্রটির বাড়ি।
তিনি শ্রী শ্রী ঠাকুরকে মনে মনে প্রণাম করে চোখ দুটো বন্ধ করে হাঁটা শুরু করলেন। নাম জপ ও করছেন মনে মনে। সংকল্প করে ই বের হয়েছেন যে যতই বিপদ হোক ,চোখ দুটো কোনোমতেই খোলবেন না.তিনি চলেছেন চোখ দুটো বন্ধ করে,আশপাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে ,সাইকেলও যাচ্ছে ,মানুষ এর গায় মাঝে মাঝে নিজের শরীর লাগছে।
চলতে চলতে কত পথ যে গেছেন তা তার অনুমান নেই -তারপর কোথায় গিয়ে যেন তিনি কি একটা পায় বেঁধে পরে গেলেন ----এ বার চোখ খোললেন।
দেখলেন ছাত্রের বাড়ির দরজায় এসে পড়েছেন।
ধাক্কা খেয়েছেন একটা পাথরে আঘাত লাগে।
ছাত্রটি ছুটে এসে তাঁকে ধরে নিয়ে গিয়ে ঘরে বসালেন।
রোহিনী বাবু বলেন ,'তোমরা ব্যাস্ত হয়ো না ,আমার কিছু হয় নি।
সেদিন আর না পড়িয়ে সোজা এসে ঠাকুর কে প্রণাম করে বলেন ,'পরীক্ষায় পাশ। '
ঠাকুর তখন সবাই কে বললেন ,'বুঝলেন সবাই , রোহিনী বাবু আজ আমার পরীক্ষা করলেন। '
জয়রাম
প্রমময় রামঠাকুর
বই থেকে সংগ্রহীত।
ঠাকুর জবাব দিলেন ,'এই নাম এর দ্বারা যা ইচ্ছা তা করা যায়।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
09:38
Rating:

No comments: