পরম দয়াল কৃপা সিন্ধু শ্রীরাম চন্দ্রায় সত্যনারায়ণ নমঃ।
পরম দয়াল কৃপা সিন্ধু শ্রীরাম
চন্দ্রায় সত্যনারায়ণ নমঃ।
প্রভুর শ্রী চরনে যে ভাগ্যবান আশ্রয় পেয়েছেন, তার আবার ভয় কিসের।
যে নাম সে মহাশক্তি, নামের আশ্রয়ে থাকিলে নিজের সত্য উপলব্ধি করিতে
পারিবেন, আকাশে,বাতাসে, জলে, স্থলে,
সারা বিশ্বব্রহ্মান্ডে অনবরত নাম চলিতেছে।
সে নামেই সত্য, যে ভাবেই, অর্থাৎ কর্ম, করিতে,চলিতে, স্থান, অস্থান শৌচ,অশৌচ,
আহার, শয়ন, যে অবস্থাতে হউক না কেন
নামে করিতে পারিলে সুফল লাভ হইবেই।।
ইহা স্বয়ং প্রভুর মুখশ্রী বাণী।
তাই, মহাশুত্রু ""মন""কে ত্যাগ করে,
একমাত্র (প্রাণের আশ্রয়ে থাকিয়া) প্রাণের
সাথে সংযুক্ত করে নাম করিলে আপনাকে
চিনিতে ও বুঝিতে পারিবেন। এই বুঝার
অনুভুতিই সত্যনারায়ণ।।
পরম দয়াল কৃপা সিন্ধু শ্রীরাম চন্দ্রায় সত্যনারায়ণ নমঃ।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
18:06
Rating:

No comments: