সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়া জীব বদ্ধ হয়। তাহাতেই লাভ লোকসান অনুভতি হইয়া থাকে। ইহাতেই সুখ -দুঃখকর শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ঐ দিকে লক্ষ্য না রাখিয়া কেবল স্হায়ী.শূন্য ...ভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তি উদয় হয়। ভালোমন্দ যাহা হয়,সেই সকল অথিতির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়।
শ্রী শ্রী রামঠাকুর
প্রেমময় রামঠাকুর
আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তি উদয় হয়।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
08:03
Rating:

No comments: