[11:07 am, 17/6/2025] Subata Majumder: : সত্যনারায়ণ:-
ঠাকুর! সত্যনারায়ণের স্বরূপ কি? তাঁর সেবাই বা কি?
"যাহা ভূত-ভবিষ্যত ও বর্তমান তিন কাল সৎ অর্থাৎ বিদ্যমান। যাহার ধ্বংস বা উৎপত্তি নাই। কোন রূপ বিকার বা পরিবর্তন নাই, জগৎ যাহাতে অবস্থিত, যাহা হইতে উদ্ভুত এবং যাহাতে পুনরায় প্রলীন হয়, যিনি প্রাণ রূপে প্রতীয়মান, যা আছে, প্রকাশ পাইতেছে তাহাই সত্য। এই সত্য সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। এই সত্যনারায়ণ সর্ব্বব্যপী, সর্ব্বভূতে বিরাজিত। তাঁর নিজের কোন বিশিষ্ট রূপ নাই, নামও নাই, অথচ এই জগৎময় সব রূপই তাঁর রূপ, সব নামই তাঁর নাম। তিনি সব রূপ মিলাইয়া আপনি হইলেন নিরাকার। গুরুপদিষ্ট নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই সত্যের প্রতিষ্ঠা হয় ও চৈতন্য হয়। এই প্রাণময় দেবতাকে আশ্রয় করিয়া নাম করাই সত্যনারায়ণ সেবা।"
স-বর্ণের অর্থ অমৃত। ত-বর্ণের অর্থ মৃত্যু, য-বর্ণের অর্থ নিয়মন। অতএব অমৃত ও মৃত্যুর যিনি নিয়ামক তিনিই সত্য।
"সত্যনারায়ণ হন দয়ার নিধান,
পুত্রার্থিরে পুত্র দেন, ধনার্থিরে ধন।
দয়ার্থি সদাই সেবে সেত্যের চরণ।।"
সত্যং পরং ধীমহিঃ। পরম সত্যকে ধ্যান করি।
ঠাকুর! সত্য আশ্রয় কাকে বলে?
"যে বিষয় উপস্থিত হয়ে থাকেনা তা সবই মিথ্যা। নাম সত্য। শূন্যে আশ্রয় করে কাল স্রোতের কথা স্মরণ রেখে প্রাণের সঙ্গে নাম নিয়ে পড়ে থাকাই সত্য আশ্রয় করা। সত্যতো একই"।
"সত্য স্বপ্রকাশিত। সত্যের কাছে কোনদিন কিছু চাইতে হয় না। সত্য কোন দিন অভাবে রাখেন না। কলিকালে সত্যনারায়ণ জাগ্রত। সত্যনারায়ণ সেবা ছাড়া জীবের
[11:07 am, 17/6/2025] Subata Majumder: (৪১)
মুক্তি নাই। আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন। সত্যের সেবা করতে করতে সিরিনীর উৎপত্তি হয়। নাম করিতে করিতে সত্যনারায়ণ সেবা হয়।"
ঠাকুর! সিরিনী কি?
"সমস্ত এক করিয়া মিলাইয়া দেওয়া। সব সিরিনী করিয়া দাও। সমস্ত ভাঙ্গিয়া সিরিনী হয়। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পঞ্চরসে সত্যনারায়ণের সেবা করতে হয়। কৈবল্যধামই কেন্দ্র। সত্যনারায়ণে নির্ভর করলেও কর্তৃত্ব শূন্য হলে, বিশ্বের ঋণ শোধ হয়ে যায়।"
ঠাকুর! 'নারায়ণ' কে?
"নর-অর্থে ব্রহ্মান্ডের অয়ন অর্থে আশ্রয়। নারায়ণ-ব্রহ্মান্ডের আশ্রয়। নারায়ণ-নরের-অয়ন-আশ্রয়-নরের আশ্রয়।"
ঠাকুর! গোবিন্দ কি?
"গো-ব্রহ্ম-সত্য, বিদ-জানা। গোবিন্দ-আনন্দ, সত্যকে জানা।
গো-আনন্দ-বিন্দ-প্রাপ্তি।"
ঠাকুর! কৈবল্যনাথের ভোগের উপচার কি?
"কৈবল্যনাথের নিকট একগ্লাস জলে তুলসী দিয়া ভোগ দিলেই তিনি গ্রহণ করেন।"
ঠাকুর! ভগবানের প্রীতিঘটে কিভাবে?
"ভক্তিভাবে, শ…
[11:08 am, 17/6/2025] Subata Majumder: (৪১)
মুক্তি নাই। আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন। সত্যের সেবা করতে করতে সিরিনীর উৎপত্তি হয়। নাম করিতে করিতে সত্যনারায়ণ সেবা হয়।"
ঠাকুর! সিরিনী কি?
"সমস্ত এক করিয়া মিলাইয়া দেওয়া। সব সিরিনী করিয়া দাও। সমস্ত ভাঙ্গিয়া সিরিনী হয়। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পঞ্চরসে সত্যনারায়ণের সেবা করতে হয়। কৈবল্যধামই কেন্দ্র। সত্যনারায়ণে নির্ভর করলেও কর্তৃত্ব শূন্য হলে, বিশ্বের ঋণ শোধ হয়ে যায়।"
ঠাকুর! 'নারায়ণ' কে?
"নর-অর্থে ব্রহ্মান্ডের অয়ন অর্থে আশ্রয়। নারায়ণ-ব্রহ্মান্ডের আশ্রয়। নারায়ণ-নরের-অয়ন-আশ্রয়-নরের আশ্রয়।"
ঠাকুর! গোবিন্দ কি?
"গো-ব্রহ্ম-সত্য, বিদ-জানা। গোবিন্দ-আনন্দ, সত্যকে জানা।
গো-আনন্দ-বিন্দ-প্রাপ্তি।"
ঠাকুর! কৈবল্যনাথের ভোগের উপচার কি?
"কৈবল্যনাথের নিকট একগ্লাস জলে তুলসী দিয়া ভোগ দিলেই তিনি গ্রহণ করেন।"
ঠাকুর! ভগবানের প্রীতিঘটে কিভাবে?
ঠাকুর! ভগবানের প্রীতিঘটে কিভাবে?
"ভক্তিভাবে, শ্রদ্ধাকারে ভক্ত যা দেয় তাতেই ভগবানের প্রীতি ঘটে।"
ঠাকুর! আশীর্ব্বাদ কি? কিভাবে লাভ হয়?
"আশীর্ব্বাদও করতে পারিনা। অভিসম্পাত কব্বারও ক্ষমতা নাই। আমার আশীর্ব্বাদে লৌকিক সমৃদ্ধির কোনই আশ্বাস নাই। আত্মীক উন্নতি কামনা করে কয় জন। আশীর্ব্বাদ চাইতে হয় না। আশীর্ব্বাদের কাজ করিলে আশীর্ব্বাদ আপনি মিলে।"
ঠাকুর! ধৈর্য্য কি এবং উহা কি ভাবে লাভ হয়?
"চিত্তকে স্থির করার অভ্যাসই ধৈর্য্য। নামের উপর নির্ভরতা না আসলে ধৈর্য্য লাভ হয় না। ধৈর্য্য লোকের পরম ধন। এই ধনকে সর্ব্বদা যত্ন করিবেন।"
No comments: