..............

বেদবানী ২য় খন্ড(৫)


শ্রী শ্রী রামঠাকুর,.


ভগবানের দাসত্ব লাভের জন্য নামে শরণ নিয়া পড়িয়া থাকুন,মনের দাস হইতে নাই।যেহেতু মন বুদ্ধি,প্রকৃতির গুণের জাত,এই মন বুদ্ধি হইতে সুখ দু:খময় অনিত্য অস্থায়ী ক্ষোভকর শক্তি সঞ্চারিত থাকে।প্রারব্ধ দন্ড ক্ষয় করিতে পারে না বলিয়াই রুচি অরুচি দ্বারায় নানান বিশৃঙখলা ঘটাইয়া নানান উপাধীগ্রস্ত লাভ করিয়া ব্যাধিময় হয়।অতএব সর্ব্বদা নাম নিয়া নামের দাস হইয়া থাকিবেন,নামেই আপনাকে কালে উদ্ধার করিয়া,যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পাণ্ডবগণ এবং হিরণ্যকশিপুর তরঙ্গ হইতে প্রহলাদকে উদ্ধার করিয়াছিল,যেরুপ সীতাদেবীকে মায়ামৃগ হইতে রাবণের শাসন হইয়া উদ্ধার করিয়াছিল সেইরুপ নামে আপনাকে উদ্ধার [করিয়া] লইবে।যেই নাম সেই ভগবান।ভগবৎ সমীপে প্রকৃতির প্রারব্ধ কোন প্রকাশের শক্তি নাই।প্রাক্তন শক্তি কেবল গুণের জাত বুদ্ধি মনের উপরই দেহেতে সম্বন্ধ করিয়া চালিত করিয়া থাকে,নামের নিকট যাইতে পারে না।......এ জগতে যত কিছু আয়-ব্যয় এবং লাভ লোকসান,পাওয়া না পাওয়া সকলি প্রাক্তন (ভাগ্যফল) জানিবেন।সর্ব্বদা নাম করিয়া নামের কার্য্য করিয়া যাইবেন।প্রাক্তণে (ভাগ্যে) যাহা ঘটিবে সহ্য করিয়া লইতে চেষ্টা করিবেন।
-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(৫)
বেদবানী ২য় খন্ড(৫) বেদবানী ২য় খন্ড(৫) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 23:05 Rating: 5

No comments:

Powered by Blogger.