ভগবানের শক্তি গুনের দ্বারা নানান রকম অবস্থা হয়।



শ্রী শ্রী রামঠাকুর। 

ভগবানের শক্তি গুনের দ্বারা নানান রকম অবস্থা হয়। সেই গুণ হইতে মনের গতি বিশেষ বুদ্ধি চঞ্চল হইয়া কুপথ সুপথগামী হয়। তাহা হইতেই জীব সকল সুখী দুঃখী হইয়া থাকে। ঐ গুণের চালিত অবস্থার বেগ সততই সহ্য করিয়া থাকিবার চেষ্টা করিতে করিতে গুণ মার্জ্জিত হইয়া ভগবানের পরমানন্দ লাভ করিয়া জীব সত্য মুক্ত হইয়া থাকে।
(১/২১৫)


ভগবানের শক্তি গুনের দ্বারা নানান রকম অবস্থা হয়। ভগবানের শক্তি গুনের দ্বারা নানান রকম অবস্থা হয়। Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 21:17 Rating: 5

No comments:

Powered by Blogger.