(২৩২)
সত্যং পরম ধীমহি। সংসারের শুভ অশুভরূপে নানাবিধ উৎপাত উপস্হিত হইয়া জীবগণকে মোহিত করে। এই মোহ নিবারণের জন্য সততঃই অকর্ত্তা হইয়া প্রতিনিয়ত সহ্য করিতে চেষ্টা রাখিবে। সংসারের ভালমন্দ স্ব স্ব ভাগ্য অনুসারে যুটিয়া থাকে, অতএব কাহারো কোন দোষ নাই। কাহারো কোন দোষ না দেখিয়া যথাসাধ্য শান্তিতে রাখার চেষ্টা করিতে হয়, শেষে ভাগ্যে যাহা আছে ফলিবে।।
বেদবানী প্রথম খন্ড।।
পৃষ্ঠা নং ৭৬
বেদবানী প্রথম খন্ড।।সত্যং পরম ধীমহি।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
20:02
Rating:

No comments: