..............

কদিন শ্রীসন্তোষ মোহন দত্তের (তিব্বত সোপ ফেক্টরীর মালীক, বনমালিপুর, আগরতলা) সহধর্মিনী ঠাকুর ঘরে উত্তরমুখী হয়ে পূজা করছিলেন। ঐ সময় তাঁর পেছনে দাঁড়িয়ে একজন বলল, "মা! গাঙ্গাইল রোডের নিকট আজ শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা হইব। আপনারা যাইবেন।"





একদিন শ্রীসন্তোষ মোহন দত্তের (তিব্বত সোপ ফেক্টরীর মালীক, বনমালিপুর, আগরতলা) সহধর্মিনী ঠাকুর ঘরে উত্তরমুখী হয়ে পূজা করছিলেন। ঐ সময় তাঁর পেছনে দাঁড়িয়ে একজন বলল, "মা! গাঙ্গাইল রোডের নিকট আজ শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা হইব। আপনারা যাইবেন।"
কিছুক্ষণ পরে ঐ পূজারিনী পেছন ফিরে তাকিয়ে দেখেন - ফতোয়া গায়ে ৮০/৮৫ বৎসরের এক বৃদ্ধ লাগোয়া রাস্তা অতিক্রম করে আই. কে রায়ের বাড়ীতে প্রবেশ করলেন। পরে তিনি জানতে পারলেন যে আই.কে রায়ের স্ত্রী পারুল বালা রায়কেও শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার নিমন্ত্রণ করে ঐ বৃদ্ধ দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তী সময়ে দু-গিন্নির মধ্যে ঐ বুড়ো নিয়ে আলাপ হল। তাঁরা কেহই ঐ বুড়োকে জানেন না। তাঁরা উপলব্ধি করল যে চাল-চলনে ও পোষাকে ঐ বুড়ো শ্রীশ্রী রামঠাকুর। তাঁরা আক্ষেপ করে বলেন, "আমরা শ্রীশ্রী রামঠাকুরকে পেয়েও হারালাম।"
শ্রীশ্রী রামঠাকুর তাঁর উৎসবাদির খবর জনগনকে জানিয়ে দেন। তিনি প্রয়োজনে আলো-ছায়ায় দেখা দেন। তিনি বলেন, "ভগবানের প্রচার ভগবান করেন।" বাস্তবে দেখা গেছে লৌকিক প্রচার মাধ্যমে শ্রীশ্রী রামঠাকুরের উৎসবাদির খবর ব্যর্থ হয়।
শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক কার্যকলাপ।
প্রথম খণ্ড
পৃষ্ঠা: ১৫




কদিন শ্রীসন্তোষ মোহন দত্তের (তিব্বত সোপ ফেক্টরীর মালীক, বনমালিপুর, আগরতলা) সহধর্মিনী ঠাকুর ঘরে উত্তরমুখী হয়ে পূজা করছিলেন। ঐ সময় তাঁর পেছনে দাঁড়িয়ে একজন বলল, "মা! গাঙ্গাইল রোডের নিকট আজ শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা হইব। আপনারা যাইবেন।" কদিন শ্রীসন্তোষ মোহন দত্তের (তিব্বত সোপ ফেক্টরীর মালীক, বনমালিপুর, আগরতলা) সহধর্মিনী ঠাকুর ঘরে উত্তরমুখী হয়ে পূজা করছিলেন। ঐ সময় তাঁর পেছনে দাঁড়িয়ে একজন বলল, "মা! গাঙ্গাইল রোডের নিকট আজ শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা হইব। আপনারা যাইবেন।" Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 20:38 Rating: 5

No comments:

Powered by Blogger.