বেদবাণী
জয় রাম জয় রাম — পাঠযোগ্য সংস্করণ
সাজানো — ভিডিও/পাঠ/ওয়েবপ্রকাশের জন্য
জয় রাম জয় রাম জয় গোবিন্দ
বেদবাণী — ১ম খন্ড
সংসারের চেষ্টাই পরম ধর্ম, অহংকারের জন্য মুগ্ধ হইতে নাই ।
নিরপেক্ষ ভাবে ভাগ্য বলবতী করিয়া যে কোন কার্য্যই হউক একটা উপায় উপজীবিকাবাহনের জন্য করিতেই হইবে ।
মনোযোগের সহিত যাহা করিতে পার করিবে, চঞ্চলতা করিলে হইবে না । সত্য সংসারের দিকে যথাশক্তি লক্ষ্য রাখাই উচিৎ ।
জয় রাম জয় রাম জয় গোবিন্দ ।
সংক্ষিপ্ত সারাংশ:
- অহংকার ত্যাগ করে সংসারের কর্তব্য অনুশীলন কর।
- জীবিকার জন্য পরিশ্রম আবশ্যক; ভাগ্যকে অজুহাত বানিও না।
- যে কাজ করো, নিশ্চয়ই মনোযোগী হও — চঞ্চল মন হবে না।
No comments: