..............

পিতা স্বর্গ, পিতা ধর্ম্ম, পিতাই পরম তপস্যা জানিবেন।



"লোক সকল ভাগ্যানুসারে এই ত্রিজগতে পিতা প্রভৃতি অাত্মীয় স্বজন শত্রু মিত্রাদিরূপে অাবৃত করিয়া থাকে। প্রকৃতির তারতম্য অনুসারে দেহাদি উৎপন্ন ঘটে, দেহী নিত্যং, তাহার জন্মও নাই, মৃত্যুও নাই, মিত্রও নাই, শত্রুও নাই। তিনি সত্য, তাঁহানকে ভুলিয়াই ভাগ্যফলের তাড়নায় লাঞ্ছিত হইয়া পড়ে। এই লাঞ্ছনা হইতে ত্রাণের উপায় একমাত্র সত্যের সেবা ছাড়া অার কিছুই নাই। ইনিই জীবভাব মুক্ত করিয়া থাকেন।
অতএব, পিতার সেবা করিতেছেন এই সেবায়ই ধন্য হইবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম্ম, পিতাই পরম তপস্যা জানিবেন। এই পিতৃ সেবা করিতে হইলে কর্ত্তাভিমান ত্যাগ করিতে হয়। ইহার নামই সত্যব্রত, পতিব্রত, গৌরীব্রত, সীতাব্রত, সাবিত্রীব্রত বলিয়া জানিবেন। অতএব সত্যনারায়ণের সেবা করুন, তিনিই এই প্রকৃতির গুণের সম্ভার হইতে উদ্ধার করিয়া সত্যের দেশে নিয়া যাইবেন, সন্দেহ নাই।"
--- বেদবাণী -- শ্রীশ্রী রামঠাকুর।
প্রচারে কৈবল্যধাম।
পিতা স্বর্গ, পিতা ধর্ম্ম, পিতাই পরম তপস্যা জানিবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম্ম, পিতাই পরম তপস্যা জানিবেন। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on 08:44 Rating: 5

No comments:

Powered by Blogger.